অনেকে রান্না করতে ঝামেলা মনে করে তবে এবার সেই কষ্ট লাঘব করতে এসেছে রাঁধুনি রোবট। একসঙ্গে আটজন অতিথির জন্য খাবার তৈরি করতে পারে এ রোবট। দ্রুত খাবার তৈরির সুযোগ থাকায় রোবটটি বর্তমানে রেস্তোরাঁর পাশাপাশি বহুতল ভবনের বাসিন্দাদের রান্নার কাজেও ব্যবহার করা হচ্ছে। খবর টেক ক্র্যাঞ্চ।
কানাডার প্রতিষ্ঠান জ্যাসপারের তৈরি এ রোবট অর্ডার পেলেই কারও সাহায্য ছাড়া দ্রুত খাবার রান্না করে দেয়। তবে চাইলেই ইচ্ছেমতো খাবার অর্ডার দেওয়া যাবে না। জ্যাসপারের নির্বাচিত খাবারগুলোই শুধু রান্না করতে পারে রোবটটি।
জ্যাসপার জানিয়েছে, এ রোবটের সাহায্যে দ্রুত আলু সেদ্ধ, পাপরিকা ক্রিম চিকেন ও স্টিকি টফি পুডিং তৈরি করা যায়। রান্না করা খাবারে মান ও স্বাদ প্রায় রেস্তোরাঁর মতো হয়ে থাকে। শুধু তা–ই নয়, খাবারের দাম ১ দশমিক ২০ থেকে ১৬ দশমিক ৯০ মার্কিন ডলার হওয়ায় কম খরচে খাওয়া যায়।
মন্তব্য করুন