বনের মধ্যে আগুন, অর্থাৎ দাবানলের ধোঁয়া শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠাতে সক্ষম যন্ত্র তৈরি করেছে জার্মানির প্রযুক্তিপ্রতিষ্ঠান ড্রায়েড। খবর সিএনএন।
ধোঁয়া শনাক্তে যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে সৌরবিদ্যুতে চলা সেন্সর। শক্তিশালী এ সেন্সরের সঙ্গে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইডসহ বিভিন্ন গ্যাস শনাক্তকরণ যন্ত্রও রয়েছে। ফলে, ধোঁয়া বিশ্লেষণ করে যন্ত্রটি দ্রুত আগুন শনাক্ত করতে পারে।
আগুন শনাক্তের পরপরই ওয়্যারলেস প্রযুক্তি কাজে লাগিয়ে নিজের অবস্থান জানিয়ে বার্তা পাঠায় জিপিএস প্রযুক্তিনির্ভর যন্ত্রটি। এ কারণে বনে আগুন লাগার সম্ভাব্য স্থান সম্পর্কে জানতে পারায় দাবানলের আশঙ্কা কমে যায়। বিভিন্ন গাছে যুক্ত করে ব্যবহারের উপযোগী যন্ত্রটি সৌরবিদ্যুতে চলায় বিদ্যুৎ–সংযোগ বা ব্যাটারি পরিবর্তনেরও প্রয়োজন হয় না।
মন্তব্য করুন