প্রাইভেট মোড চালু করে অনলাইনে তথ্য খোঁজ করেন অনেকে। ব্রাউজারে এই মোড চালু থাকলে সার্চ ইতিহাস, কুকিজ ও ডাউনলোডের কোনো তথ্য সংগ্রহ করবে না ব্রাউজার। কাজ শেষে সব মুছে যাবে। ফলে বিভিন্ন তথ্য গোপন রাখা যায়। ব্রাউজারের মতো গুগল ম্যাপেও ইনকগনিটো মোড ব্যবহার করা যায়।
ইনকগনিটো মোড চালু থাকলে ব্যবহারকারীর অবস্থান বা জায়গা খোঁজার তথ্য সংগ্রহ করবে না গুগল ম্যাপ। এমনকি এসব তথ্য ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টেও জমা হবে না।
ইনকগনিটো মোড চালুর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট থেকে গুগল ম্যাপ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরে ডান দিকে প্রোফাইল ফটোতে ট্যাপ করে টার্ন অন ইনকগনিটো মোড অপশন নির্বাচন করতে হবে। এরপর সাধারণ পদ্ধতিতে গুগল ম্যাপ–সেবা ব্যবহার করতে হবে। চাইলে ইনকগনিটো মোড টার্ন অফ করে সেবাটি বন্ধ করা যাবে।
মন্তব্য করুন