বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

দেশে এল পিনাকল টাওয়ার্স

আইটি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২২, ১১:১৫

এশিয়াকেন্দ্রিক ডিজিটাল অবকাঠামো প্ল্যাটফর্ম পিনাকল টাওয়ার্স বাংলাদেশের টাওয়ার কোম্পানি এবি হাইটেকের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিকমিউনিকেশন অবকাঠামো বাজারে প্রবেশ করল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি।

এবি হাইটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিনাকল টাওয়ার্স টেলিকম অবকাঠামোতে বিনিয়োগ, নির্মাণ ও পরিচালনা করে থাকে। ৪ অক্টোবর বাংলাদেশের টেলিকম টাওয়ার প্ল্যাটফর্ম এবি হাইটেকের বেশির ভাগ অংশ কিনে নেয় পিনাকল। আঞ্চলিক সম্প্রসারণের উদ্যোগ হিসেবে ফিলিপাইনের পর পিনাকল দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের বাজারেও এর পথচলা শুরু করল।

দেশের অন্যতম চারটি লাইসেন্সপ্রাপ্ত টাওয়ার কোম্পানির একটি হচ্ছে এবি হাইটেক। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তারবিহীন যোগাযোগপ্রযুক্তি ও টাওয়ার অবকাঠামো পরিচালনায় তাদের ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এবি হাইটেককে শিগগিরই ফ্রন্টিয়ার টাওয়ার্স বাংলাদেশ লিমিটেড নামে নামকরণ করা হবে।

পিনাকলের স্থানীয় পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ আদনান ইমাম, সেবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ চৌধুরী এবং স্ট্র্যাটেজিক হোল্ডিংসের ভাইস চেয়ারম্যান শাহনুল হাসান খান।

পিনাকলের চেয়ারম্যান ও সিইও প্যাট্রিক ট্যাংনি বলেন, ডিজিটাল সংযোগ হলো একটি ক্রমবর্ধমান বাজারে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। বাংলাদেশে বিনিয়োগ করতে পেরে পিনাকল উচ্ছ্বসিত।

এবি হাইটেকের ভাইস চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত বলেন, বাংলাদেশের বাজারে পিনাকলের প্রবেশ দেশের টেলিকম সেক্টরের জন্য দারুণ খবর ও একটি সুযোগ।

মন্তব্য করুন