শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

নতুন ছবি তুলল জেমস ওয়েব

আইটি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২২, ২১:০৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ ‘পিলার্স অব ক্রিয়েশনের’ নতুন ছবি তুলেছে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী এটি গ্যাস, মহাকাশ ধুলো ও তারায় পরিপূর্ণ একটি বিশাল কাঠামো। খবর আল জাজিরা। 

নাসা একটি বিবৃতিতে বলেছে, জেমস ওয়েব টেলিস্কোপটি বিশালাকৃতির সোনালী, রুপালী এবং ধূসর রঙের তিনটি স্তম্ভের প্রথম ছবি তুলেছে। যেটি ঈগল নীহারিকার পাশে অবস্থিত। এটির অবস্থান পৃথিবী থেকে ৬ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে। 

নাসারই হাবল টেলিস্কোপ ১৯৯৫ সালে প্রথমবার ‘পিলার্স অব ক্রিয়েশনের’ ছবি তুলেছিল।

কিন্তু এক বছরেরও কম সময় আগে মহকাশে পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ পিলারগুলোর অস্বচ্ছতার ভেতরের ছবি তুলতে সক্ষম হয়েছে। এতে নতুন তারার জন্ম হওয়ার বিষয়টি প্রকাশ হয়েছে। 

নাসা জানিয়েছে, জেমস ওয়েবের তোলা ছবিতে পিলারগুলোর শেষে লাল রঙের লাভা সদৃশ্য চিহ্ন দেখা গেছে। এই লাভাগুলো গঠনরত তারা থেকে বের হচ্ছে, যেগুলো মাত্র কয়েক হাজার বছর পুরনো।

নাসা আরও বলেছে, এসব গঠনরত তারা সুপারসনিক জেট ছোঁড়ে, যা এরকম চিকন পিলারগুলোর সঙ্গে সংঘর্ষ হয়।

মন্তব্য করুন