রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

কম্পিউটারেও ব্যবহার করা যাবে গুগলের ভিপিএন 

আইটি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২২, ১৭:০১

মুঠোফোনের পাশাপাশি এবার ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা কম্পিউটারেও ব্যবহার করা যাবে গুগলের ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ফলে কম্পিউটার থেকে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এত দিন শুধু মুঠোফোনে গুগলের ভিপিএন ব্যবহার করা যেত। খবর  দ্য ভার্জ। 

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অনেকেই পরিচিত বা অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ভিপিএন ব্যবহার করেন। বেশ কিছু ভিপিএন তথ্যের নিরাপত্তা দেওয়ার কথা বলে নিজেরাই তথ্য চুরি করে থাকে। ফলে গুগলের নতুন এ উদ্যোগ কম্পিউটার ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, মেক্সিকোসহ ২২টি দেশের নিবন্ধিত গুগল ওয়ান ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। অ্যাপলের আই ক্লাউড প্লাস ভিপিএন থেকে গুগলের ভিপিএনে বেশ পার্থক্য রয়েছে। কারণ, গুগলের ভিপিএনে একই দেশের অন্য আইপি ঠিকানা ব্যবহার করা হয়। ফলে ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান জানা না গেলেও তার দেশ সম্পর্কে অন্যরা জানতে পারেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ ব্যবহারকারীদের জন্য ভিপিএন চালু করে গুগল। এরপর এ সেবা অন্য দেশেও চালু করা হয়। সম্প্রতি নিজেদের তৈরি পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো মডেলের মুঠোফোনে বিল্টইন ভাবে ভিপিএনটি যুক্ত করেছে গুগল।

মন্তব্য করুন