শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মুঠোফোন ভিজে গেলে কী করবেন

আইটি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২২, ১৫:০৬

মুঠোফোনে পানি ঢুকলে ঠিক মতো কাজ করে না। ফোন অনেক সময় বন্ধ হয়ে যায়। মুঠোফোনে পানি ঢোকার সমস্যা যেকোনো সময়ই হতে পারে। মুঠোফোন ভিজে গেলে করণীয় সম্পর্কে কিছু টিপস দিয়েছে বিশ্লেষকরা। 

দ্রুত বন্ধ
বৃষ্টির পানি বা অন্য কোনোভাবে ভিজে গেলেও অনেকে মুঠোফোনের বাইরের অংশ মুছে ফেলে ব্যবহার করতে থাকেন। এমনটি করা ঠিক নয়। মুঠোফোনে পানি ঢুকলে আপনি যত গুরুত্বপূর্ণ কাজ করেন না কেন, দ্রুত মুঠোফোন বন্ধ করতে হবে।

পানি মুছতে হবে দ্রুত
মুঠোফোনে পানি ঢুকলে দ্রুত পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যেও শুকাতে পারেন মুঠোফোন। তবে বেশ সতর্কতার সঙ্গে করতে হবে। হেয়ার ড্রায়ার, চুলার আগুনে বা সরাসরি রোদে রেখে মুঠোফোন শুকানো যাবে না।

যন্ত্রাংশ আলাদা
ভিজে গেলে বা পানি ঢুকলে দ্রুত মুঠোফোনের ভেতরে থাকা সিমকার্ড ও ব্যাটারি খুলে শুকাতে হবে। পাশাপাশি মুঠোফোনের সঙ্গে যুক্ত হেডফোন বা এয়ারফোনসহ খাপ খুলে ফেলতে হবে। 

মুঠোফোনের পোর্ট পরীক্ষা
মুঠোফোন ভিজে গেলে মুঠোফোনের বিভিন্ন পোর্টে পানি জমে আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করতে হবে। ভেজা থাকলে মুছে ফেলতে হবে।

চালুর আগে সতর্কতা
ভেজা অবস্থায় মুঠোফোন চালু বা চার্জ করা ঠিক নয়। পানি জমে থাকলে লজিক বোর্ডে শর্টসার্কিট হয়ে মুঠোফোনের বড় ধরনের ক্ষতি হতে পারে। এ জন্য পুরোপুরি না শুকিয়ে মুঠোফোন চালু বা চার্জ করা যাবে না। এরপরও যদি মুঠোফোন চালু না হয়, তবে ব্যাটারি খুলে রাখতে হবে এবং দ্রুত মেরামতকেন্দ্রে নিয়ে যেতে হবে।

মন্তব্য করুন