এলজি ডিসপ্লে তৈরি করেছে এমন একটি ডিজিটাল পর্দা যা টানলে বড় হয়। ১২ ইঞ্চি দৈর্ঘ্যের এই পর্দা টানলে ১৪ ইঞ্চি পর্যন্ত বড় হয়। আকারে বড় হলেও ছবির মান নষ্ট হয় না। খবর জেডডিনেট।
এলজির তথ্যমতে, নমনীয় ডিজিটাল পর্দাটি অসমতল বা উঁচু–নিচু স্থানে রেখেও ব্যবহার করা যায়। প্রতি ইঞ্চিতে ১০০ পিক্সেলের ছবি দেখাতে সক্ষম পর্দাটি ভাঁজ করে বা মুড়িয়েও রাখা সম্ভব। ফলে ভবিষ্যতে ভাঁজযোগ্য বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে এই পর্দা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ ধরনের সিলিকনের সমন্বয়ে তৈরি এই নমনীয় এই ডিজিটাল পর্দায় ৪০ মাইক্রোমিটারের ছোট ছোট এলইডি (লাইট এমিটিং ডায়োড) থাকায় প্রসারিত করলেও ভালো মানের ছবি দেখা যায়। ফলে মুঠোফোনের পাশাপাশি পোশাক বা বিভিন্ন যন্ত্রে নমনীয় পর্দাটি ব্যবহার করা সম্ভব। নমনীয় এই ডিজিটাল পর্দা কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি এলজি ডিসপ্লে।
মন্তব্য করুন