ক্যামেরায় ফোরকে এইচডি রেজল্যুশনের ছবি তুলে সংরক্ষণের জন্য এসডি কার্ড ব্যবহার করেন অনেকে। ক্যামেরার ধারণক্ষমতা বৃদ্ধি করা গেলেও এসডি কার্ডের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। কারণ, পানিতে ভিজে গেলে বা তাপমাত্রার তারতম্যের কারণে এসডি কার্ড নষ্ট হয়ে যায়। ফলে এসডি কার্ডে থাকা ছবিগুলো আর ব্যবহার করা যায় না। সমস্যার সমাধান দেবে পানিরোধক স্যানডিস্ক এক্সট্রিম প্রো ১২৮ গিগাবাইট মডেলের এসডি কার্ড। খবর ম্যাশেবল।
স্যানডিস্ক এক্সট্রিম প্রো ১২৮ গিগাবাইট মডেলের এই এসডি কার্ড তাপমাত্রার ওঠানামা বা হালকা আঘাতে নষ্ট হয় না। ফলে ঠান্ডা বা গরম আবহাওয়ায় ব্যাগে বহন করা যায়। শুধু তা-ই নয়, ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় সহজেই প্রয়োজনীয় ছবি বা ভিডিও সংরক্ষণ করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ স্যানডিস্ক এক্সট্রিম প্রো ১২৮ গিগাবাইট মডেলের এসডি কার্ডটির দাম ৩১ ডলার।
মন্তব্য করুন