শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

যেভাবে ১৫টি সিম রেখে বাকি গুলো বাতিল করবেন

আইটি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২২, ১৬:৩২

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম থাকলে তা দ্রুত বাতিল করার। আগামী ১৫ নভেম্বরের মধ্যে তা না করলে বিটিআরসি নিজ উদ্যোগে বন্ধ করে দিবে সিম।

সম্প্রতি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্টের বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ মোট ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন।

যাদের ১৫টির বেশি নিবন্ধিত সিম আছে, তাদের পছন্দ অনুযায়ী ১৫টি সিম রেখে বাকি সিমগুলো বাতিল করার জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিটিআরসি। এ সময়ের মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধন করতে ব্যর্থ হলে বিটিআরসি দৈবচয়ন পদ্ধতিতে তা অনিবন্ধন করবে।

কোনো গ্রাহকের ১৫টির বেশি সিম থাকলে তিনি তার কাছাকাছি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে তা অনিবন্ধন করতে পারবেন। 

বিটিআরসি জানিয়েছে, এনআইডি ও স্মার্ট এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম–সংক্রান্ত তথ্য *১৬০০১# নম্বরে ডায়াল করে জানা যাবে। নম্বরটি ডায়াল করার পর ব্যক্তির পরিচয়পত্রের শেষ চারটি নম্বর জানতে হয়। সেই নম্বরটি দিলে ফিরতি বার্তায় সিমের সংখ্যা জানানো হয়।

মন্তব্য করুন