পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন।
শনিবার (২ নভেম্ববর) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় তানভীর স্পর্শ করেন ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম।
তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
হিমালয়ের অন্যতম কঠিন এই চূড়া, এই ‘মায়ের গলার হার’ জয়ী পঞ্চম গর্বিত বাংলাদেশি তানভীর। এর আগে ২০২২ সালে ভার্টিক্যাল ড্রিমার্স এরই সেরা সেনানী ডা. বাবর আলী এই যাত্রা শুরু করেন।
এরপর ২০২৩ সালে নিশাত মজুমদার এবং কাউসার রুপক ও এই মৌসুমেই তৌফিক আহমেদ তমাল এই দুর্দান্ত কীর্তি গড়েন।
গত ১৩ অক্টোবর নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তানভীর।
মন্তব্য করুন