বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

মাত্র ৪৯ দিনে হাফেজ প্রবাসীর ৮ বছরের ছেলে হাবিব

নিজস্ব প্রতিবেদক
  ০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৪

এক বছর, ছয় মাস কিংবা তিন মাসও নয়, মাত্র ৪৯ দিনেই কোরআনে হাফেজ হয়েছেন ৮ বছরের ছোট্ট হাবিব। তার পুরো নাম হাবিবুর রহমান। 

তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এমন বিরল কৃতিত্ব অর্জনে তার শিক্ষক ও পরিবারের লোকরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

মেধাবি এই শিশু নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে।

জানা গেছে, ২০২২ সালে নুরানি পদ্ধতিতে পড়া শুরু করেন হাবিব। এরপর ২০২৩ সালের মাঝামাঝি বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় ভর্তি হয়ে নাজেরা (কোরআন দেখে পড়া) পড়েন তিনি। 

এরপর ২০২৪ সালের জুলাইয়ের ১৯ তারিখে কোরআন হেফজ (মুখস্থ) শুরু করেন হাবিব। এরপর ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্ত করে ফেলেন।

বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা সূত্রে জানা গেছে, হেফজ শুরুর পর তিনি প্রথমে পাঁচ পৃষ্ঠা, তারপর ১০পৃষ্ঠা ও ১৫ পৃষ্ঠা করে মুখস্থ করতেন।

মন্তব্য করুন