শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

পবিত্রতার জন্য নারী-পুরুষের টিস্যু ব্যবহারের বিধান

প্রবাহ বাংলা নিউজ
  ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

প্রস্রাব, পায়খানার মতো প্রাকৃতিক প্রয়োজনগুলো থেকে পবিত্র হওয়ার জন্য টিস্যু ব্যবহার জরুরি। রাসূল সা. তাঁর যুগে টিস্যু বা ঢিলা ব্যবহার করেছেন।  হজরত সালমান ফারসী রা. থেকে বর্ণিত। তিনি বলেন— রাসূলুল্লাহ সা. আমাদেরকে কিবলার দিকে ফিরে পায়খানা পেশাবে বসতে, ডান হাতে কুলুখ নিতে, কুলুখ তিনটির কম ব্যবহার করতে এবং শুষ্ক গোবর বা হাড় দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। (মুসলিম) ইস্তিঞ্জা বা পেশাব-পায়খানার পর পবিত্র হওয়ার জন্য নারী-পুরুষ সবারই টিস্যু বা ঢিলা, কুলুখ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে নারী-পুরুষের জন্য আলাদা কোনো বিধান নেই।

উত্তম হল, ইস্তিঞ্জার পর ঢিলা (টিস্যু) ও পানি উভয়টি ব্যবহার করা। এই বিধান নারী পুরুষ সকলের জন্য। কারণ এতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করা হয়। আর যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তায়ালা তাদেরকে পছন্দ করেন। কোরআন মাজিদে এসেছে,

فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين

‘সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্র হতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন।’ (সূরা তাওবা, আয়াত : ১০৮) এই আয়াতের তাফসীর সম্পর্কে বলা হয়, ‘কুবাবাসীগণ ঢিলা ও পানি উভয়টা দ্বারা ইস্তেঞ্জা করতেন। তাই আল্লাহ তাদের প্রশংসা করেছেন।’ (আইসারুত তাফাসীর ১/৭০৬) তবে শুধু পানি দ্বারা ইস্তিঞ্জা করলেও পবিত্রতা লাভ হবে। ঢিলা ব্যবহার করা জরুরি নয়। কারণ হাদিস শরিফে শুধু পানি দ্বারা ইস্তিঞ্জার কথাও এসেছে। হাদিস শরিফে এসেছে,

আতা ইবনে আবী মায়মুনাহ থেকে বর্ণিত, তিনি আনাস ইবনে মালিক (রা.) কে বলতে শুনেছেন, রাসূল (সা.) যখন পায়খানায় যেতেন তখন আমি এবং আরেকটি ছেলে পানির পাত্র ও লাঠি বহন করতাম। তিনি তা দ্বারা ইস্তেঞ্জা করতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১৫২)

মন্তব্য করুন