বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

যে তিন ব্যক্তিকে সাহায্য করা কর্তব্য মনে করেন আল্লাহ তায়ালা

প্রবাহ বাংলা নিউজ
  ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৯

আল্লাহর সাহায্য ছাড়া একজন মুসলমানের কিছু করার নেই, কোনো উপায় নেই। মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহ তায়ালা সাহায্য না করলে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। মানুষ চেষ্টা করে বারবার ব্যর্থ হওয়ার অসংখ্য নজির আছে। সফলতার জন্য নিজের চেষ্টা এবং আল্লাহর তাওফীক দুটোই সমানভাবে দরকার।পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যারা আমার উদ্দেশ্যে চেষ্টা-সংগ্রাম করবে, তাদের আমি আমার পথ দেখাব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন।’ (সূরা আনকাবুত, আয়াত : ৬৯)

যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয়, মহান আল্লাহ তাদের অবস্থার ওপর ছেড়ে দেন না। বরং তিনি তাদের সুপথ দেখান এবং তাঁর দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তাঁর সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদের জানিয়ে দেন। এই আয়াতের তাফসিরে ফুদাইল ইবনে আয়াদ বলেন, যারা বিদ্যার্জনে ব্রতী হয়, আমি তাদের জন্য আমলও সহজ করে দিই। (তাফসিরে বাগভি)

যেকোনো কাজের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহর সাহায্য জরুরি। যারা আল্লাহর সাহয্য পায় তারা সফল। হাদিসে এমন তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তায়ালার দায়িত্ব। এ বিষয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন—

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন। ১. আল্লাহর পথে মুজাহিদ। ২. মুকাতাব গোলাম- যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং ৩. বিবাহে আগ্রহী লোক- যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়। (ইবনু মাজাহ, হাদিস : ২৫১৮, তিরমিজি, হাদিস : ১৬৫৫)

মন্তব্য করুন