বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

৫৮তম বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  ০৪ নভেম্বর ২০২৪, ১৪:১০

আগামী বছরের অর্থাৎ ৫৮তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোর মতো আগামী বছরও টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ তাবলিগ জামাত।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের ইজতেমা ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইজতেমার প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। এ বিশাল ধর্মীয় জমায়েত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গীর তুয়াগ নদের তীরে ময়দানের পাশে টিনশেডে ২৮ নভেম্বর শুরু হবে তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। 

উল্লেখ্য, তুরাগ নদের তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্য ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৮ সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত।

২০১৯ সাল থেকে প্রথম পর্বে জোবায়েরপন্থী ও দ্বিতীয় পর্বে সাদপন্থীরা ইজতেমায় অংশ নেন।

মন্তব্য করুন