মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

হজযাত্রীদের ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  ২৬ অক্টোবর ২০২৪, ১৮:০৫
ছবি-সংগৃহীত

২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি পাওয়া ৮৯১ এজেন্সির মধ্যে ১২৪টির কোনো প্রাক-নিবন্ধিত হজযাত্রী নেই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এসব এজেন্সির বিরুদ্ধে শর্ত অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে হজ এজেন্সিগুলোর কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য মোট ৮৯১টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকার শর্ত অনুযায়ী, যদি কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করে, তবে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে হজ ২০২৫ সালের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। তবে অনুমোদিত তালিকার মধ্যে ১২৪টি এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত হজযাত্রী নেই।

এ অবস্থায় ১২৪টি হজ এজেন্সিকে দ্রুত হজযাত্রী প্রাক-নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন চলবে এবং ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হবে। ২০২৫ সালের হজে বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছে, এবং আগামী ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন হবে।

মন্তব্য করুন