শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

আরাফার ময়দানে বাংলা খুতবা পেশ করবেন বাংলাদেশি খলিলুর রহমান

মো. জাহাঙ্গীর আলম হৃদয়: সৌদি আরব
  ১৩ জুন ২০২৪, ১৪:০৭

২০২৪ সালে অনুষ্ঠিত জুমার খুতবা, আরাফার ময়দানে খুতবা পেশ করবেন পাশাপাশি ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন কারা এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

৮ ই জিলহজ ১৪ জুন শুক্রবার জুমার খুতবা পেশ করবেন ড. বানদার  বিন আব্দুল আজিজ বলিলাহ -বাংলায় অনুবাদক হিসেবে উপস্থাপন করবেন কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষার্থী নাজমুস সাকিব।

৯ জিলহজ ১৫ জুন শনিবার আরবিতে আরাফা ময়দান থেকে খুতবা পেশ করবেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর মাহের বিন হামাদ আল-মুআইকিলি

৯ জিলহজ ১৫ জুন আরাফার খুতবা বাংলায় অনুবাদসহ পেশ করবেন বাংলাদেশের চাঁদপুর জেলার সন্তান মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মো. খলিলুর রহমান মাক্কী।

১০ জিলহজ ১৬ জুন রবিবার বাইতুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আযহার খুতবা পেশ করবেন মসজিদে হারামের সম্মানিত ইমাম প্রফেসর ডক্টর শাইখ আব্দুর রহমান আস সুদাইস।

ঈদের নামাজের আরবি খুতবার বাংলায় অনুবাদসহ উপস্থাপন করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের এম ফিল গবেষক মুবিনুর রহমান ফারুক।

খুতবাতুল আরাফা হজের খুতবার বাংলালা অনুবাদক ও ভাষ্যকর হিসাবে ২০২০ সাল থেকে ২৩ সাল পর্যন্ত তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের আরেক সন্তান মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম ওয়াহিদুর রহমান মাক্কী।

বাংলা ভাষায় সম্প্রচারিত খুতবার এ প্রকল্পে বাংলাদেশে মোট চারজন দায়িত্ব পালন করেন:

১. আ. ফ. ম ওয়াহিদুর রহমান মাক্কী-অনুবাদ বাংলা বিভাগীয় প্রধান।

২. ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাক্কী ২০২৪ সালের হজে আরাফার ময়দানে আরবি খুতবার বিপরীতে বাংলা ভাষায় অনুবাদ ও ভাষ্যকার করবেন।

৩. মুবি নুর রহমান বিন ফারুক অনুবাদক এমপিএল গবেষক, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় মক্কা আল মোকাররমা।

৪. নাজমুস সাকিব অনুবাদক মাস্টার্স অধ্যায়ে রত আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দা।

মন্তব্য করুন