বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সীমান্ত এলাকার পূজামণ্ডপ বিজিবির নজরদারিতে থাকবে

প্রবাহ বাংলা নিউজ
  ১১ অক্টোবর ২০২৪, ১২:০৪

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অবস্থিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টায় ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পালপাড়া পূজামণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, পূজা চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকার পূজামণ্ডপ বিজিবি টহল দলের নজরদারিতে থাকবে।

মন্তব্য করুন