বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

আমুকে লবণ চোর বললেই মিলছে উপহার

নিজস্ব প্রতিবেদক
  ০৭ নভেম্বর ২০২৪, ০৪:১২

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সাবেক এমপি ও মন্ত্রী আমির হোসেন আমুকে ‘লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই উপহার হিসেবে মিলছে এক কেজি করে লবণ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার হন আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

শহরের রোনালছে রোডের আমির হোসেন আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়ির সামনে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

প্রধান ফটকে আমুর ছবি দিয়ে লবণ রাখা হয়েছে। পথচারীরা ছবি ও লবণ দেখে ‘আমু লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই এককেজি পরিমাণের এক প্যাকেট লবণ উপহার দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইয়াছিন ফেরদৌস ইফতি বলেন, লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কারণে আমির হোসেন আমুর ‘লবণ চোর’ হিসেবে পরিচিতিটা অনেক পুরোনো। পরে বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব দেখিয়ে জমি দখল করেছেন। 

তাকে টাকা না দিলে কোনো কাজই হতো না ঝালকাঠিতে। তার প্রভাব ও অস্ত্রবাজ অনুসারীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। তাকে গ্রেফতার করায় ঝালকাঠির প্রতিটা মানুষ খুশি হয়েছে। তাই আমরাও তাকে পুরোনো পরিচয়ে পরিচিত করতে এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।

মন্তব্য করুন