বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার দুই ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২

সুনামগঞ্জে আদালতের নাজিরের কাছে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই ছাত্রদল নেতা। তাদের সঙ্গে এক আইনজীবীর সহকারীকেও গ্রেফতার করা হয়।

তারা হলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ ও আইনজীবীর সহকারী কবির হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালত থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন গ্রেফতাররা। পরে ওই সময় আদালতের ভেতরে থাকা আরেক সহকর্মী চাঁদাবাজির বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলকে জানান।

তিনি তাৎক্ষণিক সেখানে এসে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানান। পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নামে কেউ চাঁদা দাবি করলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে ধরিয়ে দেবেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, জেলা দায়রা জজের কার্যালয়ের নাজিরের কাছে দুই লাখ টাকা দাবি করেন দুই ছাত্রদল নেতাসহ এক আইনজীবীর সহকারী। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাদের আটকে রাখেন। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে।

মন্তব্য করুন