শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

লন্ডনে আওয়ামী লীগের মহামিলন

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
  ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৫

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডাক্তার ফাইয়াজ রহমানের বিয়ে উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬ টায় লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক স্মরণীয়  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ প্রবাসী বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
    •    ড. হাছান মাহমুদ – সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
    •    আব্দুর রহমান – সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য
    •    খালিদ মাহমুদ চৌধুরী – সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক
    •    শফিকুর রহমান চৌধুরী – সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি
    •    হাবিবুর রহমান হাবিব – সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এই নেতারা দেশ ত্যাগ করেন এবং দীর্ঘদিন পর এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন । 

অনুষ্ঠানে লন্ডনের কয়েকজন মেয়র, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সুরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাজার হাজার  অতিথির জন্য আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে খাবার-দাবারে ছিল আভিজাত্যের ছোঁয়া। ইংরেজ অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “এত বড় বিশাল আয়োজন সবার সমাদর হয়তো ঠিকমতো করতে পারিনি। আমার পরিবারকে এই সময় দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ আমি।”

এই বিয়ের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এরকম  কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা উজ্জীবিত হয়েছেন বলে অনেকে মনে করছেন ।

মন্তব্য করুন