শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ শিগগিরই বদলাবে: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
  ০২ মার্চ ২০২৫, ২২:৪৯
ছবি-সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। 

আমরা এর অবসান চাই। আমরা এমন এক রাজনীতি চাই যেখানে কোনো পারিবারিক আধিপত্য থাকবে না। এমন এক রাজনীতি চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে।

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, আগামীর বাংলাদেশে ক্ষমতা যেন একক পরিবারের মধ্যে কুক্ষিগত না থাকে। রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে, যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না। সবাই তার নিজ মেধা ও যোগ্যতায় নেতৃত্ব দেবে।

বাংলাদেশ শিগগির বদলাবে, আপনাদের হাত ধরে বদলাবে, যোগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

মন্তব্য করুন