বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

১১ মাস পর নির্বাচন দেবে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৯
ছবি-সংগৃহীত

অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আছেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি (প্রধান উপদেষ্টা) এও বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য কাজ করছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করবো, জনগণের যে প্রত্যাশা আছে-নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এর আগে, সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে। প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠকটি সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে শুরু হয়ে রাত ৭টা ৩৫ মিনিট পর্যন্ত চলে।

নির্বাচনী রোডম্যাপ নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। ওই দিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

মন্তব্য করুন