বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩২

আগের কমিটি বাতিল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রবাহ বাংলা নিউজ
  ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৯

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি  রোববার (১৯ জানুয়ারি ২০২৫) স্বাক্ষরিত পত্রে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ৭ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন পদাধিকার বলে জেলা প্রশাসক, চাঁদপুর। কমিটির সদস্যরা হলেন : শরীফ মোহাম্মদ আশরাফুল হক (ক্রীড়ানুরাগী), মো. জয়নাল আবেদীন (সাবেক খেলোয়াড়), সৈয়দ শামিম আকতার ফারুকী (কোচ), মো. মহিউদ্দিন (ছাত্র প্রতিনিধি) ও মুহাম্মদ সালাউদ্দিন খান (ক্রীড়া সাংবাদিক)। সদস্য সচিব হলেন পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা।

চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রেরিত পত্রে উল্লেখ করা হয় : জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ৮-এর বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার একটি আহ্বায়ক কমিটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। জাতীয় ক্রীড়া সংস্থার এ পরিপত্রের মাধ্যমে পূর্বের কমিটির অস্তিত্ব আর থাকলো না। তবে আগের কমিটি বাতিলে গতকাল ক্রীড়াঙ্গনে কম-বেশি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন