বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩২

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির বাঘা আইড় মাছ

প্রবাহ বাংলা নিউজ
  ২০ জানুয়ারি ২০২৫, ২১:২৬

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বিশাল বাঘাড় মাছ। এরপর মাছটি ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পদ্মা নদীর কাজীরহাট এলাকায় মাছটি মানিকগঞ্জের জেলে ধোলাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে ধোলাই হালদার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৭১ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

এ সময় বিশাল আকারের এই মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় জমান। মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ৪২ কেজি ওজনের বাগাড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৭৫ হাজার ৬০০ টাকায় অনলাইনে যোগাযোগের মাধ্যমে সিলেট জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাড় মাছ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও মৎস্য আইনে এই মাছ ক্রয় ও বিক্রয়ের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী কোনো ছোট বা বাচ্চা মাছ ধরা যাবে না।

মন্তব্য করুন