শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পঞ্চগড়ে ৬ দিন পর কাটল মৃদু শৈত্যপ্রবাহ

প্রবাহ বাংলা নিউজ
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭

টানা ৬ দিন পর পঞ্চগড়ে কেটেছে মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রা উঠেছে ১০ ডিগ্রির ওপরে।  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বর থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ডের পর কাটল মৃদু শৈত্যপ্রবাহ।

স্থানীয়রা বলছেন, ভোরেই রোদে ঝলমল করে চারপাশ। ধীরে ধীরে রোদের উষ্ণতা মিলতে শুরু করে। তবে রাতভর অনুভূত হয় বরফ শীত। এদিকে শীত প্রকট হলেও সকালে রোদ্রজ্জ্বল থাকায় কর্মচাঞ্চল্য দেখা যায় নানা পেশাজীবীদের মধ্যে। সকালেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজে যেতে দেখা গেছে। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, আজ তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন