বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

১৩ দিন পর চাঁদপুর-চট্টগ্রাম রূটের ট্রেন চলাচল শুরু

প্রবাহ বাংলা নিউজ
  ০৩ আগস্ট ২০২৪, ০৯:০৬

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু হয়েছে। সে সুবাদে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চাঁদপুরের সাগরিকাসহ তিনটি ট্রেন ছেড়েছে। এর মধ্যে সকাল ৮টায় চট্টগ্রাম-চাঁদপুর রূটে সাগরিকা এক্সপ্রেস এবং সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকা রূটে বেসরকারি কর্ণফুলী এক্সপ্রেস, সকাল ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-নাজিরহাট রূটের ট্রেন ছেড়ে যায়।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, আপাতত কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। দুই-তিন দিন পর থেকে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার থেকে চাঁদপুর রূটের একটি ট্রেন চলাচল শুরু করেছে। ওইদিন এবং গতকাল শুক্রবার সাগরিকা ট্রেনটি চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে আসে এবং যথাসময়ে অর্থাৎ দুপুর ২টায় চাঁদপুর স্টেশন থেকে লাকসাম- ফেনি-চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে।
তিনি আরও বলেন, যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেখানে যাত্রীর সংখ্যা খুবই কম।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে।

 

মন্তব্য করুন