‘মধু মাসের এ সময়ে খেলে এসব ফল রোগ যাবে পালিয়ে দেহ হবে সবল’ এই স্লোগানে ২২ জুন শুক্রবার বিকেল চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত ক্লাবের ৫১তম সেশান সভা ও ২৬০৮তম নিয়মিত সভা এবং ফল উৎসবে তের রকমের দেশীয় ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করানো হয়।
ক্লাবের ২০২৩-২০২৪ রোটারী বর্ষের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন পিএইচএফ-এর সভাপ্রধানে ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি, কবি ও ছড়াকার রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম। তিনি তাঁর বক্তব্যে কোন ফল খেলে কি উপকার হয় এবং কোন ফল কি মাত্রায় খেতে তা বিস্তারিত তুলে ধরেন। বক্তব্যের শেষদিকে তিনি নিজের লেখা ফল সম্পর্কিত ছড়া আবৃত্তি করে শোনান।
আরও বক্তব্য ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ সুভাষ চন্দ্র রায় পিএইচএফ, রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন আরএফএসএম, রোটাঃ নাছির উদ্দিন খান পিএইচএফ, সিনিয়র সদস্য রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ প্রমুখ।
উপস্থিত ছিলেন সেক্রেটারী ইলেক্ট রোটাঃ মাহাবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি, সিনিয়র সদস্য রোটাঃ আলহাজ্ব রফিকুর রহমান আরএফএসএম, রোটাঃ তোফায়েল আহম্মদ শেখ পিএইচএফ, রোটাঃ রাশেদ শাহরিয়ার পলাশ আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, ডিরেক্টর রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন আরএফএসএম, রোটাঃ কাজী মিজানুর রহমান আরএফএসএম, রোটাঃ সঞ্জয় কুমার অধিকারী আরএফএসএম, সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ মোঃ সাইফুল ইসলাম আরএফএসএম, সদস্য রোটাঃ মোঃ মাইনুদ্দিন আরএফএসএম, রোটাঃ ভাস্কর দাস আরএফএসএম, রোটাঃ ফয়সাল আহমেদ ফরাজী আরএফএসএম, রোটাঃ রুবেল মিয়াজী শোভনআরএফএসএম, রোটাঃ গাজী মোঃ মহসীন কাদের আরএফএসএম, রোটাঃ আলেয়া বেগম লাকী আরএফএসএম, রোটাঃ আবু সাঈদ কাউসার আরএফএসএম।
রোটারী স্পাউসদের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ অ্যান মাহমুদা খানম, রোটাঃ অ্যান খোদেজা বেগম, রোটাঃ অ্যান ডালিয়া বেগম, রোটাঃ অ্যান ফাহমিদা আক্তার, রোটাঃ অ্যান মুক্তা পীযূষ, রোটাঃ অ্যান নাসরিন আক্তার, রোটাঃ অ্যান প্রীতি রাণী সাহা, রোটাঃ অ্যান ফাহিমা আক্তার। এছাড়াও রোটারী লেটস, ইন্টার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সভাপতি আইটিআর সাহিরা নাছির, সেক্রেটারী আইটিআর আবরার ইসলাম আরিয়ানসহ অতিথিবৃন্দ ।
মন্তব্য করুন