বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ভাইরাল শিশুটির হাতে খেলনা হাতকড়া! 

নিজস্ব প্রতিবেদক
  ১২ এপ্রিল ২০২৫, ১৬:৩৫
ছবি-সংগৃহীত

সম্প্রতি একজন শিশুর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়েছে- 'শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন!'

এছাড়াও ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তাদের নিজ নিজ ফেসবুকে শিশুটির ছবি পোস্ট দেন।

তবে ভাইরাল হওয়া শিশুটির ছবি বাস্তবে হাতকড়া পরানো নয়। ছবিটি আসামির আদলে অভিনয় করেছে বলে ফেসবুকে শিশুটির মামা দাবি করেছেন।

ছবির বিষয়ে রিউমার স্ক্যানার বলছে, হাতকড়া পরিহিত শিশুর ভাইরাল এই ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভাইরাল ছবিটি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনার। 

ছবিটি সর্বপ্রথম তিনি 'আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা' ক্যাপশনে পোস্ট করেছিলেন। যা পরবর্তী সময়ে 'বাস্তব' দাবি করে ভাইরাল হয়।

মন্তব্য করুন