শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কচুয়ার পালাখাল রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার ইফতার

নিজস্ব প্রতিবেদক
  ২৭ মার্চ ২০২৫, ১৪:২৪
ছবি-সংগৃহীত

‘ভালোবাসায় বিলাও ধর্ম, মানবতা জাত ও কর্ম’ এই স্লোগানে সমাজের পিছিয়ে পড়া শারীরিক ও মানসিক প্রতিবন্ধী 
শিশু ও বয়স্ক অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা। সোমবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর সার্বিক সহযোগিতায় সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া অসহায়, প্রতিবন্ধী,শিশু, বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও  ঈদ সম্মানি প্রদান করা হয়। 

সংগঠনের সভাপতি রিজন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা লোকমান গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ মিঠু,মো.দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ,সংগঠনের উপদেষ্টা মো. বিল্লাল হোসেন, সামাজিক সংগঠক জাহাঙ্গীর হোসেন সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক অজিৎ সাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি প্রমুখ। 

এসময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টেলি কনফারেন্সে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজী বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে  সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সম্মানি প্রদান করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে আসবে।

তিনি আরো বলেন,অসহায়,গরিব ও সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও বয়স্কদের সাথে আজকে ইফতার করা হয়েছে। 

আপনার সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন এলাকার অসহায়, গরিব , দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে পারি, ইনশাল্লাহ।

মন্তব্য করুন