বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩২

মাসুদা ভাট্টিকে অপসারণ করলো তথ্য কমিশন

নিজস্ব প্রতিবেদক
  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তার বিরুদ্ধে ‘গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত’ হওয়ায় রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন বলে চিঠিতে বলা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে তথ্য কমিশনার মাসুদা ভাটির ‘গুরুতর অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ১৬ দফা (৬) তদসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে ২০২৩ সালের আগাস্টে অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুকের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মাসুদা ভাট্টির বিষয়ে কিছুদিন আগে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তার ১০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো তাকে।

মন্তব্য করুন