বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

প্রশাসনের প্রাণকেন্দ্রে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
  ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৩
ছবি-সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে নিজেদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছিলেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান। পরে তাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। বিকাল সাড়ে চারটার দিকে তাদের এই সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে, ওই চারজন ভেতরে প্রবেশের পর থেকে সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। তারাই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

শিক্ষার্থীরা বলেন, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে তারা আন্দোলন করছেন।

প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

মন্তব্য করুন