শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

মনমোহন সিংকে শ্রদ্ধা জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি হাইকমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ড. ইউনূস ঢাকার ভারতীয় হাই কমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। 

ভারত তার প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে। ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বারিধারার হাই কমিশনে সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

ড.ইউনূস হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করেন। ‘তিনি (মনমোহন সিং) কতটা সরল ছিলেন! কতটা জ্ঞানী ছিলেন’ উল্লেখ করে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন ড. ইউনূস।

তিনি আরও বলেন, সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন।

মন্তব্য করুন