পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, রেভিনিউ যতই আসুক না কেন পরিবেশ-প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে। জলবায়ু নিয়ন্ত্রণ করতে না পারলে শিগগির পৃথিবীর ৫০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে যাবে।
বনে হাতিদের উসকে দিয়ে কারা ফায়দা নিচ্ছে সেটি খুঁজে বের করার পরামর্শ দিয়ে তিনি বলেন, খাদ্যের অভাবে হাতিরা লোকালয়ে চলে আসায় কৃষকের ফসল নষ্ট হচ্ছে। যারা বন উজাড় করে হাতিদের আবাসস্থল ধংস করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় পলিথিন ব্যাগ, গাড়ির হর্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহারেরও আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলবে। তবে নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না।
মন্তব্য করুন