শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

নভেম্বরেই সরকারের কাছে শ্বেতপত্র তুলে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  ৩১ অক্টোবর ২০২৪, ১৯:১০

নভেম্বরের মধ্যেই সরকারের কাছে আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

ড. দেবপ্রিয় বলেন, তথ্যপ্রযুক্তি খাতে অর্থ ব্যয়ে বড় ধরনের অনিয়ম বা দুর্ঘটনা ঘটেছে এবং ব্যাংক, জ্বালানি ও মেগা প্রকল্পে নানা ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে।

তিনি উল্লেখ করেন, এসব বিষয় তুলে ধরে সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের সুপারিশ থাকবে। নভেম্বরের মধ্যে শ্বেতপত্রটি সরকারের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার জন্য গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন