আর্থিক সংকটে গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ডং বাং ডাইং টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে আর্থিক সংকটের কারণে মালিকপক্ষ যথা সময়ে শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার (৩০ অক্টোবর) ফ্যাক্টরিতে কর্মবিরতি পালনসহ ফ্যাক্টরির গেটের এবং নিচ তলার জানালার গ্লাস ভাঙচুর করেন শ্রমিকরা।
এদিকে মালিকপক্ষ বলছে, আর্থিক সংকটের কারণে যথা সময়ে শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয় মালিকপক্ষ। এমতাবস্থায় মালিকপক্ষ ক্ষয়ক্ষতি এড়াতে ফ্যাক্টরিটি অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। তবে, শ্রমিকদের বেতন পরিশোধ পরবর্তী ফ্যাক্টরিটি খুলতে পারে বলে জানা গেছে।
মন্তব্য করুন