মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩২

সচিবদের গৎবাঁধা চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৫
ফাইল ছবি

গৎবাঁধা চিন্তা থেকে বেরিয়ে সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণের ওপর জোর দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মত সচিবদের নিয়ে বৈঠকে বসেন ড. ইউনূস।

এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে, নতুন মানবিক বাংলাদেশ গড়তে হবে। বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার এবং সেবা সহজ করার তাগিদ দেন ড. ইউনূস।

দুর্নীতির মূলোৎপাটন করে, সরকারি অর্থের সদ্ব্যবহার, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয়ও তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য করুন