রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে থাইল্যান্ডের এনএসিসি

নিজস্ব প্রতিবেদক
  ০৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৮
ছবি-সংগৃহীত

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন (এনএসিসি) আজ (৪ এপ্রিল) এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

দুর্নীতির প্রতিরোধ ও দমন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই এই চুক্তি স্বাক্ষর করা হয়।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচার্ট ত্রাকুলকাসেমসুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

দুদক চেয়ারম্যান ড. মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তি প্রতিবেশী কিছু দেশে আশ্রয় নিয়েছেন। আমরা বিশ্বাস করি, এই চুক্তি তাদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে সহায়তা করবে।

জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ অনুচ্ছেদে বর্ণিত আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে। অনুচ্ছেদটি সদস্য রাষ্ট্রগুলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির আহ্বান জানায়।

চুক্তি অনুসারে, বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতি প্রতিরোধের জন্য প্রাসঙ্গিক প্রাথমিক তথ্য বিনিময় করবে, তথ্য সংগ্রহে সেরা চর্চা ভাগাভাগি করবে, যৌথ প্রকল্প গ্রহণ করবে, গবেষণা ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবে, যা দুর্নীতি প্রতিরোধ ও দমনে প্রয়োজনীয় বলে বিবেচিত হবে।

মন্তব্য করুন