শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ড. ইউনূস-মোদীর রুদ্ধশ্বাস বৈঠক শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
  ০২ এপ্রিল ২০২৫, ১৯:১৩
ছবি-সংগৃহীত

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হচ্ছে। আগামী শুক্রবার বিকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা। 

ঢাকায় একটি কূটনৈতিক সূত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের তরফে আগেই দ্বিপক্ষীয় বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল।

ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যে আসন্ন বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে উভয় নেতা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করছেন। 

ব্যাংককে বুধবার বিমসটেক দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিমসটেক শীর্ষ সম্মেলন হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রফেসর ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তখন দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি।

ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেবার পর সেখানে থেকে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ঢাকার উদ্বেগ রয়েছে। 

অপরদিকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারত বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংককে ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হলে রাজনৈতিক পর্যায়ে অবিশ্বাস কমবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। 

মন্তব্য করুন