এস এম সালমান নামের সেই কিশোরকে খুঁজে পাওয়া গেছে। তার বয়স ১১ বছর। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় গাজীপুরের বাসন থানার ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা গ্রাম থেকে সে নিখোঁজ হয়।
জানা গেছে, গতকাল বিকেলে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে সে মৌচাক পর্যন্ত চলে যায়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ভর্তি পরীক্ষার্থী তাকে দেখে সন্দেহ করে এবং তার কাছে রেখে দেয়। তার ব্যাগে থাকা ঠিকানা দেখে বিকেলে তাকে স্কুলে পৌঁছে দিয়েছেন।
উল্লেখ্য,এস এম সালমান নিখোঁজ হলে বাবা আরিফুল ইসলাম গাজীপুরের বাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মন্তব্য করুন