বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

শাহরাস্তি

প্রেসক্লাব নেতাদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০
ছবি-সংগৃহীত

শাহরাস্তিতে প্রেস ক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দফতর সম্পাদক মো. মহিউদ্দিন, কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, সহযোগী সদস্য হাসান মাহমুদ, ফিরোজ বেপারী, বি, এম, নয়ন প্রমুখ।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণস্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দ্রুত সমাধানের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক থেকে শুরু করে সকল কাজেই গণমাধ্যমের ভূমিকা রয়েছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, বিসিএসের ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন