বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক সম্পন্ন

প্রবাহ বাংলা নিউজ
  ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৭

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রেসক্লাবের বন্ধন দেখে আমাদের ভালো লাগে। কিন্তু সাংবাদিক ও লেখকদের মধ্যে অনেকটা ঐক্যমত থাকে না। আপনারা এক বছরের জন্য যে দায়িত্ব নিয়েছেন এটিকে গুরুত্ব দিয়ে পালন করবেন। যেন পরবর্তীরা আপনাদের কথা স্মরণ রাখেন। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, আমাদের কাজের ভুল ত্রুটি ধরিয়া দেবেন কিন্তু বিব্রত করবেন না। আমাদের ছোট করবেন না। আপনাদের আগামী এক বছর সুন্দর কাটুক এই প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মেজর মোহাম্মদ আশিকুর রহমান আশিক, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে অভিষিক্ত হন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। অভিষিক্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন আলম পলাশ, আবদুল আউয়াল ও গিয়াস উদ্দিন মিলন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সোহেল রুশদী, জিএম শাহীন প্রমুখ।

মন্তব্য করুন