বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

৮ জানুয়ারি চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার

প্রবাহ বাংলা নিউজ
  ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ প্রদান করা হবে বুধবার (৮ জানুয়ারি ২০২৫)। সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিবৃন্দ। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এই প্রথমবারের মতো এমন আয়োজনে বিচারকদের বিবেচনায় এ বছর ছয়জন সাংবাদিক পুরস্কার পাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি  থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি  থাকবেন  পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (২০২৪) শাহাদাত হোসেন শান্ত ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক (২০২৪) মাহবুবুর রহমান সুমন।
এবার পুরস্কার পাচ্ছেন যারা : স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে মোহাম্মদ হাবীব উল্যাহ (দৈনিক ইলশেপাড়), জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে মনিরুজ্জামান বাবলু (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ),  টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্যে আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর) ও তালহা জুবায়ের (এখন টিভি),  স্থানীয় পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের জন্যে মুহাম্মদ আরিফ বিল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ) ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে এম ফরিদুল ইসলাম ( দৈনিক চাঁদপুর সময়)।

 

মন্তব্য করুন