শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
  ১৪ এপ্রিল ২০২৫, ২২:৪৫

প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহীম চৌধুরী খোকন ইউরোপ সফর করছেন। এই সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাদের জীবনের গল্প ও অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন।

২০ এপ্রিল, রবিবার তিনি অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এথেন্সে বাংলা কাগজ ‘লাল হাবিলী’ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠানে। সেখান থেকে তিনি সফর করবেন বসনিয়ায় এবং পরে পৌঁছাবেন যুক্তরাজ্যে।

২৬ এপ্রিল, লন্ডনের ঐতিহ্যবাহী কিংস কলেজে আয়োজিত একটি সেমিনার ও চ্যারিটি নৈশভোজে অংশ নেবেন তিনি। এর দুই দিন পর, ২৮ এপ্রিল, ম্যানচেস্টারে আয়োজিত লেখক, সাংবাদিক ও জনসংগঠক শেবুল চৌধুরীর বই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

২৯ এপ্রিল, পূর্ব লন্ডনের ব্র্যাডি সেন্টারে লেখক, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়ার বই প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইব্রাহীম চৌধুরী।

ইউরোপ সফরের শেষ পর্যায়ে, ৩০ এপ্রিল, তিনি প্যারিসের কুটুম বাড়ি রেস্টুরেন্টে ইউরোপের বাংলা সংবাদমাধ্যমের সহকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

এই সফর সম্পর্কে ইব্রাহীম চৌধুরী জানান, ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা-সাক্ষাৎ এবং তাঁদের জীবনের গল্প, সংগ্রাম ও সাফল্য জানার মাধ্যমে তিনি তাঁর পরবর্তী বইয়ের জন্য উপাদান সংগ্রহ করছেন। তিনি বলেন, " আমি যে অঞ্চল থেকে আসা মানুষ- সেখানের লোকজন ব্যাপকভাবে ইউরোপে বসবাস করেন। যে শহরে আমার বেড়ে উঠা, সেখানকার অগুনতি প্রিয় মুখ, হারিয়ে যাওয়া অনেক স্বজন পরিজনের সাথে এ সফরে দেখা হবে।

মন্তব্য করুন