শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চুলে যত্নে বিশেষ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯
ছবি-সংগৃহীত

প্রথম ছবি ‘ববি’ মুক্তি পেয়েছিল যখন, তখন তিনি ১৭ বছরের দোরগোড়ায়। আর এখন তিনি ৬৭। মাঝখানে ৫০টি বছর কেটে গেলেও ডিম্পল কাপাডিয়াকে নিয়ে তাঁর অনুরাগীদের মোহে ভাটা পড়েনি। 

বরং এই বয়সেও তিনি খোলা চুলে ঢেউ তুলে ফ্যাশন পত্রিকার কভার গার্ল হয়ে সব আলো টেনে নেন নিজের দিকে। ডিম্পলের সৌন্দর্যে যাঁরা মুগ্ধ, তাঁরা বলেন, সেই সৌন্দর্যের অনেকটাই নিহিত তাঁর এক ঢাল চুলে। তবে ৬৭ বছর বয়সেও ডিম্পল তাঁর চুলের সৌন্দর্য কী ভাবে বজায় রেখেছেন, তা নিয়ে আগ্রহের অন্ত নেই।

ডিম্পল এক সাক্ষাৎকারে বলেছিলেন ছোট থেকে তাঁর মা তাঁর চুলে চুপচুপে করে তেল লাগিয়ে দিতেন। এবং তিনি মনে করেন সেটাই তাঁর ‘ভাল চুলের গোড়ার কথা’। তবে তাঁর চুলের রহস্য যে শুধু সেটুকুই নয়, তা নানা সাক্ষাৎকারে ডিম্পলের চুলের যত্নের গল্প শুনলেই বোঝা যায়।

পেঁয়াজের ঝাঁজ

এক বার যেমন ডিম্পল বেড়াতে বেরিয়েছিলেন তাঁর নাতি-নাতনিদের সঙ্গে। গাড়িতে জানলা খুলে চুলে দিব্যি হাওয়া খাচ্ছেন। হঠাৎ দেখলেন তাঁর পাশে এবং পিছনের সিটে বসা নাতি নাতনিদের চোখ থেকে জল পড়ছে। কারণ জানিয়ে ডিম্পল বলেছিলেন, ‘‘আমি তো চুল পেঁয়াজের রসে চুবিয়ে নিই। 

বেড়াতে যাওয়ার আগেও পেঁয়াজের রস লাগিয়েছিলাম। তার পরে বার চারেক শ্যাম্পু করেও লাভ হয়নি। চুলে পেঁয়াজের ঝাঁজ রয়ে গিয়েছে। সেই গন্ধ কয়েকশো মিটার দূরত্বেও পাওয়া যায়। ঝাঁজেই সেদিন ওদের চোখে জল এসেছিল।

ডিম-কলা

এক ফ্যাশন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডিম্পল বলেছিলেন, ‘‘আমি মাঝে মধ্যেই একটা প্যাক লাগাই চুলে। তার আগে রাতে চুলে তেল দিয়ে রাখি। সকালে পাঁচটা ডিমের সাদা আর একটা গোটা ডিমের সঙ্গে একটা গোটা কলা ভালকরে মিশিয়ে নিয়ে চুলে লাগাই। আধ ঘণ্টা মতো রেখে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলি। তার পর শ্যাম্পু আর কন্ডিশনার লাগিয়ে নিই।

‘গোপন’ রেসিপি

ডিম্পলের দাবি, তাঁর চুল তেলেই তাজা। যদিও সেই তেল যেমন তেমন তেল নয়। মায়ের থেকে পাওয়া এক বিশেষ রেসিপিতে তেল বানান তিনি। কাঠবাদাম আর চন্দনের তেলের সঙ্গে জেরানিয়াম, রোজ়মেরি আর ল্যাভেন্ডারের তেল মিশিয়ে বানানো ওই তেলের রেসিপি নিজের কন্যা টুইঙ্কল খান্না এবং নাতনিকেও দিয়েছেন তিনি।

মন্তব্য করুন