ঘুরতে গেলে নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া হয় না। তার উপর জল খাওয়াও কম হয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। আবার, শীতপ্রধান দেশে ঘুরতে গেলেও চামড়ায় টান ধরে, অনেকেরই মুখ থেকে ছাল ওঠে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে লাল হয়ে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে। শুধু মেকআপ দিয়ে কিন্তু এই সমস্যা ঢেকে ফেলা যায় না। তাই ঘুরতে গেলেও সামান্য পরিচর্যা করতে হবে। বেশি কিছু নয়, সঙ্গে কয়েকটি জিনিস রাখলেই সেই কাজ সহজ হবে।
১) মাইল্ড ক্লিনজার:
সারা দিন ঘুরে বেড়িয়ে এসে মুখ থেকে মেকআপ, ধুলো-ময়লা তুলতে ফেসওয়াশ ব্যবহার করতেই হবে। ত্বকের ধরন এবং যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া বুঝে ছোট ‘ট্র্যাভেল সাইজ়’ ফেসওয়াশ সঙ্গে রাখতে হবে।
২) ফেস মিস্ট বা টোনার:
বেড়াতে গিয়ে জল খাওয়া কম হয়। তার প্রভাব পড়ে ত্বকে। ডিহাইড্রেটেড চামড়া কুঁচকে যায় সহজেই। ছবিতে তা দেখতে ভাল লাগে না। জল দিয়ে মুখ ধুয়ে নিলে সাময়িক ভাবে এই সমস্যা কিন্তু সহজেই দূর হতে পারে, সঙ্গে যদি টোনার বা মিস্ট থাকে। ফেসওয়াইপ্স দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে মুখে মিস্ট স্প্রে করে নেওয়া যেতে পারে।
৩) ফেস স্ক্রাব:
ঘুরতে গিয়ে যদি দিন ১৫ বাড়ির বাইরে থাকতে হয়, সে ক্ষেত্রে সঙ্গে স্ক্রাব বা এক্সফোলিয়েটর রাখা ভাল। ত্বক থেকে মৃত কোষ দূর করে ভিতর থেকে জেল্লা ফুটিয়ে তোলে স্ক্রাব। মুখে যদি কোনও দাগছোপ থাকে, স্ক্রাব ব্যবহারে তা-ও ধীরে ধীরে ফিকে হতে শুরু করে।
৪) ফেস ওয়াইপ্স:
ঘুরতে যাওয়ার আগে মনে করে ব্যাগে ২-৪ প্যাকেট ‘ওয়েট ওয়াইপ্স’ ভরে রাখুন। শুধু মুখ পরিষ্কার করার জন্যই নয়, নিজেকে পরিচ্ছন্ন রাখতেও এই বস্তুটি কাজে আসতে পারে। জল, সাবানের তাৎক্ষণিক বিকল্প হতে পারে এই ওয়েট ওয়াইপ্স।
৫) ময়েশ্চারাইজ়ার:
এক এক জায়গার আবহাওয়া এক এক রকম। শীতের দেশে গেলে স্বাভাবিক ভাবেই ত্বকের আর্দ্রতা হারানোর ভয় থাকে বেশি। আবার, বাইরে গেলে জল খাওয়াও কম হয়। তার প্রভাবে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ত্বকের ধরন তৈলাক্ত হলেও মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজ়ার মাখার প্রয়োজন।
৬) লিপ বাম:
ঠান্ডার সময়ে ঠোঁট ফাটার প্রবণতা বেড়ে যায়। অনেকেই হয়তো মনে করেন, লিপস্টিক দিয়ে সেই সমস্যা রুখে দেওয়া যায়। তা খানিকটা ঠিক হলেও পুরোটা নয়। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার জন্য যে পরিমাণ ময়েশ্চারাইজ়ার প্রয়োজন, তা সব লিপস্টিকে থাকে না। কিন্তু লিপ বাম তৈরি করা হয় সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই।
৭) সানস্ক্রিন:
ঘুরতে গিয়েও ঘাড়ে করে ছাতা বইতে কারই বা ভাল লাগে? এ দিকে রোদে পুড়ে ত্বকের যে বেহাল দশা হবে, সে কথাও তো মাথায় রাখতে হবে। তাই পাহাড়, সমুদ্র, জঙ্গল— যেখানেই ঘুরতে যান না কেন, সঙ্গে সানস্ক্রিন থাকা আবশ্যিক।
মন্তব্য করুন