শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ডিমের খোসা দিয়ে রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৪
ছবি-সংগৃহীত

ডিমের কদর থাকলেও, এর জায়গা হয় জঞ্জালের স্তূপে। অথচ ডিমের খোসা যে কত উপকার করতে পারে, সে বিষয়ে অনেকেই অবগত নন। বাড়িতে বাগান থাকলে ডিমের খোসা জমিয়ে সার বানাতে পারেন। 

আবার ডিমের খোসা ব্যবহার করতে পারেন দৈনন্দিন রূপচর্চাতেও। ডিমের খোসা গুঁড়ো করে তৈরি করতে পারেন ফেসপ্যাকও। ত্বক টান টান হবে, বন্ধ হবে ত্বকের ছিদ্রও। এ বার থেকে আর ডিম খেয়ে খোসা ফেলে দিতে হবে না। কী ভাবে বানাবেন সেই প্যাক, জেনে নিন।

উপকরণ:

ডিমের খোসার টুকরো, ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ দুধ, গোলাপ জল, তুলো।

কী ভাবে বানাবেন?

প্রথমে একটি ডিম ভেঙে সাদা অংশটি আলাদা করে নিন। তারপর হামান দিস্তা দিয়ে ডিমের খোসা গুঁড়িয়ে নিন। তার মধ্যে ২-৩ ফোঁটা গোলাপ জল মিশিয়ে গুঁড়োটা গুলে নিন। তারপর ডিমের সাদা অংশটি ভাল করে ফেটিয়ে ফুলিয়ে নিন। সাদা তুলতুলে ফোলা ফোলা হওয়া পর্যন্ত ফেটাতে হবে। তারপর ডিমের খোসার গুঁড়োটা এর মধ্যে ফেটিয়ে নিন। 

তারপর ডিমের গুঁড়োর পেস্ট এর মধ্যে মিশিয়ে নিন। এরপর মধু এবং কিছু দুধের ফোঁটা মিশিয়ে একটি গাঢ় পেস্ট বানিয়ে নিন। খুব জলজলে হলে মুখে বসবে না। যদি গাঢ় না হয় তা হলে এক চামচ বেসন মিশিয়ে নিতে পারেন। লাগানোর আগে ফ্রিজে এক ঘণ্টা অন্তত রেখে দিন।

মন্তব্য করুন