বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

চুলের যত্নে পেঁয়াজের তেল

লাইফস্টাইল ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫

চুল পড়ে যাওয়া, খুশকি কিংবা চুল ভেঙে যাওয়ার মতো সমস্যাগুলো শীতে আরও বাড়ে। এসব সমস্যা দূর করতে দারুণ কার্যকরী পেঁয়াজের তেল। শীতকালের পাশাপাশি সারা বছরই চুলের যত্নে এই তেল ব্যবহার করতে পারেন।  জেনে নিন পেঁয়াজের তেলের ৬ উপকারিতা সম্পর্কে।
 
১। নতুন চুল গজানোর ঘরোয়া টোটকার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজের তেল। নতুন চুল গজানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে পারে এই তেল।

২। চুলের অকাল পক্কতা রোধ করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের তেল। এই তেলে আছে এনজাইম যা চুলের ক্ষতি রোধ করে। 

৩। চুলে প্রোটিন উৎপাদন বৃদ্ধি করে চুলের ভেঙে যাওয়া আটকায় উপকারী পেঁয়াজের তেল।

৪। পেঁয়াজের তেল চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। খুশকি দূর হবে।

৫। মাথার ত্বকের পিএইচ মাত্রা ঠিক রাখে পেঁয়াজের তেল। 

৬। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে ও মাথার ত্বককে প্রাকৃতিকভাবে ডিহাইড্রেট করে এই তেল। ফলে চুল হয় মসৃণ করতে ও ঝলমলে। 

মন্তব্য করুন