রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

 মুখের টানটান ভাব ফেরাতে যা করবেন 

লাইফস্টাইল ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২২, ১৬:০২

বয়স বাড়ার ছাপ মুখে ফুটে ওঠার আগেই যত্ন নেওয়া শুরু করতে হয়। কিন্তু মুখের টান টান ভাব বজায় রাখতে বয়স ধরে রাখার ক্রিমের উপর ভরসা না করে ঘরোয়া উপায় অবলম্বন করাই ভাল।

মুখের টানটান ভাব ধরে রাখতে কোন কোন ঘরোয়া প্যাক ব্যবহার করবেন?

১) কলার প্যাক

মুখে বয়সের ছাপ পড়ার আগে থেকেই তা প্রতিরোধ করতে শুরু করুন। একটি পাকা কলা চটকে মেখে নিন। তার মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু এবং এক চামচ অলিভ অয়েল। এই মিশ্রণটি মিনিট পনেরো মুখে মেখে রেখে দিন। তার পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

২) ডিম

ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ দই এবং আধ চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে তুলে ফেলুন।

৩) ওটমিল

মিক্সিতে ওটস গুঁড়ো করে নিন। গুঁড়ো করা ওটসের মধ্যে এক চামচ বেসন, এক চা চামচ মধু গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫ মিনিট।

ডিমের সাদা অংশটি মুখের টান টান ভাব বজায় রাখেতে সাহায্য করে। 
ডিমের সাদা অংশটি মুখের টান টান ভাব বজায় রাখেতে সাহায্য করে। ছবি- সংগৃহীত

৪) ক্যাস্টর অয়েল

এক চামচ ক্যাস্টর অয়েলের মধ্যে চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ২০ মিনিট মুখে মেখে রাখুন। সপ্তাহে দু’দিন এই মিশ্রণ মুখে ব্যবহার করুন।

৫) মূলতানি মাটি

গরুর দুধ ফোটানোর আগে খানিকটা তুলে রাখুন। এর মধ্যে মিশিয়ে নিন মূলতানি মাটি। এ বার এই মিশ্রণটি মুখে মেখে রাখুন কিছু ক্ষণ। কিন্তু শুকোতে দেবেন না। হালকা গরম জলে ধুয়ে নেবেন।

মন্তব্য করুন