শীত মানে বিয়ের মৌসুম। বিয়ের সাজে নিজেকে সাজিয়ে নিতে প্রস্তুতি হবু বর-কনেরা। প্রস্তুতি পর্ব চলছে কয়েক মাস ধরে। বিশেষ দিনটাকে স্মৃতিবহ করে তুলতে সব ভাবনাকে এক কেন্দ্রে নিয়ে আসছেন হবু বর-কনেরা। বিয়ের পোশাকটা যেন পছন্দ ও মানানসই হয়। পোশাকের সঙ্গে গয়নাটাও হতে হবে একদম নিখুঁত। গয়না যে বিয়ের অন্যতম অনুষঙ্গ। এটা পরিপূর্ণভাবে না হলে যে বিয়ের সাজটাও ফুটে উঠবে না।
এ নিয়ে দোকানগুলো বর-কনের আধুনিক সাজ-পোশাকের সঙ্গে মানানসই গয়না রাখেন। বিয়েতে সব অতিথির চোখ থাকে কনের দিকে। তার সাজ-পোশাক, গয়না থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই কনের জন্য বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে পোলকি হার ও পোশাকের সঙ্গে মানানসই সীতাহার। তার সঙ্গে থাকতে পারে নবরত্নের সেট অথবা সোনার নেকলেস ও কুন্দনের সিঁথিপাটি, যা একই সঙ্গে দেবে আধুনিক ও ঐতিহ্যবাহী সাজের এক চোখ ধাঁধানো সংমিশ্রণ।
গহনার সাজেও থাকতে হবে ভারসাম্য। তাই আঙুলের জন্য আংটিটাও হতে হবে আকর্ষণীয়। সঙ্গে থাকবে বিয়ের বিশেষ বালা ও রতনচুর। আর টিকলি তো বাধ্যতামূলক। ভুলে গেলে চলবে না ঝাপটার কথা। কেননা, সৌন্দর্যের সবটুকু তুলে ধরতে সঙ্গানুষঙ্গ হিসেবে সবটাই যে গুরুত্বপূর্ণ। বিয়েতে বরের সাজেও থাকবে বৈচিত্র্য। কেননা, তারার মতো জ্বলতে থাকা কনের পাশে বরকেও যে হতে হবে মানানসই। তার সাজ ও অনুষঙ্গে থাকবে আভিজাত্য ও রুচিশীলতার ছোঁয়া।
মন্তব্য করুন